Advertise top
বরিশাল

বরিশালে ৪৩ মণ জাটকা জব্দ, আটক ৪

বরিশাল নিউজ

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৫ পিএম    

বরিশালে ৪৩ মণ জাটকা জব্দ, আটক ৪
জাটকাসহ অবৈধ জাল জব্দ। ছবি: বরিশাল নিউজ

বরিশালের গৌরনদী ও বাবুগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ৪৩ মণ জাটকা ও অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ সময় আটক হয়েছে চারজন।

 

মৎস্য অধিদপ্তর র‌্যাব-৮ ও থানা পুলিশের সহায়তায় সোমবার, ২৬ ফেব্রুয়ারি ভোরে অভিযান পরিচালনা করে।

 

সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, আড়িয়াল খাঁ নদী সংলগ্ন জাহাঙ্গীর নগর ইউনিয়নের চর জাহাপুর, চর ফতেহপুর, নতুন চর এবং গৌরনদী উপজেলার টরকী মাছ বাজার ও আড়তে পৃথকভাবে অভিযান চালিয়ে প্রায় ৪৩ মন জাটকা জব্দ করা হয়। এ সময় জাটকা পরিবহনের দায়ে চারজনকে আটক করা হয়েছে। মোবাইল কোর্ট তাদের ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

 

একই অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ চর ঘেরা ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।পাশাপাশি জব্দকৃত জাটকা বাবুগঞ্জ, গৌরনদী, আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের বিতরণ করা হয়েছে। 

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান। অভিযানকালে অন্যান্যদের উপস্থিত ছিলেন গৌরনদী মৎস্য কর্মকর্তা আবুল বাসার,র‌্যাব-৮ এর ডিএডি মো. কামরুজ্জামান প্রমুখ।



মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal