Advertise top
অর্থনীতি

৭ মাসে ১২ হাজার টন হলুদ আমদানি

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৫ পিএম    

৭ মাসে ১২ হাজার টন হলুদ আমদানি
হলুদ। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ১২ হাজার ২১৪ টন শুকনা হলুদ আমদানি হয়েছে। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, ভারতে সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি ডলার সংকটের কারণে পণ্যটির আমদানি কমেছে।

 

আমদানি কমে যাওয়ায় দেড় থেকে দুই মাসের ব্যবধানে কেজিতে গুঁড়ো হলুদের দাম বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা। 

 

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-জানুয়ারি মাসে এ বন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি হয়েছে ১২ হাজার ২১৪ টন। এর আমদানি মূল্য ১৮৩ কোটি ৮৪ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে এ বন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি হয়েছিল ১৪ হাজার ৮৯২ টন, যার আমদানি মূল্য ছিল ১৯৬ কোটি ৬৩ লাখ টাকা। 

 

ভোমরা স্থলবন্দর দিয়ে মসলাজাত পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান জানান, ডলার সংকটের পাশাপাশি ভারতে সরবরাহ অপ্রতুল হওয়ায় তার প্রতিষ্ঠানের হলুদ আমদানি কমে গেছে। এখন সপ্তাহে ছয়-সাত ট্রাক আমদানি হয়েছে। আমদানীকৃত এসব হলুদ ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়ে থাকে।

সূত্র: বণিক বার্তা


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal