বরিশাল নিউজ
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭ এএম
বরিশাল আইনজীবী সমিতির নির্বাচন আজ বৃহস্পতিবার। এই নির্বাচনে সাদা ও নীল প্যানেলে নির্বাচন করছেন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীরা।
সাদা প্যানেলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও নীল প্যানেলে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইনজীবী সমিতির ১১টি কার্যকরি পরিষদের পদে দুইজন সভাপতি ও দুই জন সাধারণ সম্পাদকসহ ২২ ভোটযুদ্ধে নেমেছেন।
এদের মধ্যে নীল প্যানেলে লড়ছেন সাদিকুর রহমান লিঙ্কন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন মির্জা মো.রিয়াজ হেসেন।
অন্যদিকে সাদা প্যানেল থেকে সভাপতি পদে লড়াই করবেন.মো.গোলাম কবির বাদল ও সাধারণ সম্পাদক পদে খান মো.মোর্শেদ।
এছাড়া সাদা প্যানেল থেকে সহ সভাপতি পদে অসিত রঞ্জন দাস, আমিরুল ইসলাম খান মঞ্জু, অর্থ সম্পাদক একটি পদে মো. মিজানুর রহমান টিটু, যুগ্ম সম্পাদক দুইটি পদে প্রদিপ কুমার রায় উজ্জল ও ইমতিয়াজ আহমেদ।সদস্য পদে প্যানেল থেকে সদস্য পদে নির্বাচন করছেন সজল মাহমুদ, মো. মিলন ভূইয়া, মো. সোহেল রানা শান্ত ও নুপুর রানি ভদ্র।
নিল প্যানেলের প্রার্থীরা হচ্ছেন সহ সভাপতি পদে অসিম কুমার বাড়ৈ ও মো. তরিকুল ইসলাম। অর্থ সম্পাদক পদে মো.ফরিদ উদ্দিন।
যুগ্ম সম্পাদকের ২টি পদে মো.মনির হোসেন ও মো.রাকিব হাসান। সদস্য পদে লড়ছেন মো.রিয়াজুল হক, মো.মাইনুল ইসলাম সজল, আবুল খায়ের রতন ও ফাহাদ বিন আহসান।
সকাল ৯ টা থেকে ভোট গ্রহন শুরু হবে। দুপুরে খাবার বিরতির পর পুনরায় আবার দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটারগ্রহন করা হবে। এবারের নির্বাচনে ভোটার ৯শত ৬৫ জন ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন