বরিশাল নিউজ
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৬ পিএম আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৭ পিএম
পুজা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে পূজার মূল আয়োজনের পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ, আবাসিক হল ও শিক্ষার্থী সংগঠনের নির্মিত পূজামণ্ডপেও উপাসনা করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থান নানাভাবে সাজানো হয়।
এবার কেন্দ্রীয় মন্দির ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগ, একটি আবাসিক হল ও একটি শিক্ষার্থী সংগঠন নিজস্ব উদ্যোগে সরস্বতী পুজা আয়োজন করে।
সনাতন ধর্মাবলম্বীরা দেবী সরস্বতীকে বিদ্যা ও জ্ঞানের দেবী হিসেবে বিশ্বাস করেন। এ কারণে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীদের কাছে সরস্বতী পুজা বিশেষ তাৎপর্যপূর্ণ। এ উৎসবটি ‘বাণী অর্চনা’ বা ‘বাণী বন্দনা’ হিসেবে ও সমধিক পরিচিত।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন