Advertise top
বরিশাল

কবি জীবনানন্দের জন্মবার্ষিকীতে বিএম কলেজে বর্ণাঢ্য আয়োজন

বরিশাল নিউজ

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৭ পিএম    

কবি জীবনানন্দের জন্মবার্ষিকীতে বিএম কলেজে বর্ণাঢ্য আয়োজন
বিএম কলেজে সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিকদের সঙ্গে উত্তরণের মতবিনিময়। ছবি: বরিশাল নিউজ

কবি জীবনানন্দ দাশের ১২৫তম জন্মবার্ষিকীতে আগামী ১৭ ফেব্রুয়ারি ব্রজমোহন (বিএম) কলেজ মাঠে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলাসহ বর্ণাঢ্য আয়োজন করেছে উত্তরণ সাংস্কৃতিক সংগঠন।

 

 বিএম কলেজ ক্যাম্পাসে সংগঠনের কার্যালয়ে সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে সংগঠনটি।

 

তারা বলেন, এই কলেজে রূপসী বাংলার কবি জীবনানন্দ হেঁটে বেড়িয়েছেন, জ্ঞান দান করেছেন। সেই কলেজের শিক্ষার্থীরা জীবনানন্দের আদর্শকে ধারণ করতে প্রিয় প্রাঙ্গণে নানান কর্মসূচির আয়োজন করেছে। 

এসব কর্মসূচির মাধ্যমে বিএম কলেজ শিক্ষার্থীসহ বিশ্ববাসীর মাঝে কবির আদর্শকে ছড়িয়ে দিতে কাজ করছি। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন বক্তারা। 

 

কর্মসূচির ম্যে রয়েছে জীবনানন্দ মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি।

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal