Advertise top
শিল্প বাণিজ্য

টাঙ্গাইল শাড়ি; ভারতে মামলা করতে বললেন ড. দেবপ্রিয়

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৪ পিএম     আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৭ পিএম

টাঙ্গাইল শাড়ি;  ভারতে মামলা করতে বললেন ড. দেবপ্রিয়
সিপিডি সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল শাড়ি, ভারতের জিআই পণ্য হতে পারে না বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের-সিপিডি সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। টাঙ্গাইল শাড়িকে নিজেদের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দিতে গিয়ে ভারত অর্ধসত্য, বিভ্রান্তিকর ও তথ্যের অপব্যবহার এবং প্রতারণার আশ্রয় নিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।  

 

তিনি বলেন, বাংলাদেশর উচিত দ্রুত এ বিষয়ে ভারতের আদালতে মামলা করা। ভারতের নিজস্ব জিআই আইনে সেই মামলা করার সুযোগ আছে। সেটা তিন মাসের মধ্যে করতে হবে। ভারত যেসব যুক্তিতে টাঙ্গাইল শাড়িকে জিআই করেছে, সেগুলো তথ্যনির্ভর নয়। যেগুলো ধোপে টিকবে না। এক্ষেত্রে বাংলাদেশের পাল্লাই ভারী। কিন্তু সেটাকে কাজে লাগাতে হবে। তাই একজন ভালো আইনজীবী নিয়োগ করে আইনি পথে হাঁটতে হবে। কারণ এখন আর নেগোসিয়েশনের সুযোগ নেই।



 

মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal