Advertise top
বরিশাল

বরিশাল কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

বরিশাল নিউজ

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫২ পিএম    

বরিশাল কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
বরিশাল কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্টের বিজয়ীরা । ছবি: বরিশাল নিউজ

বরিশাল মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। মেট্রোপলিটনের বন্দর থানা কম্পাউন্ডে শনিবার রাতে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির।

 

মহানগরীর সকল থানা এলাকায় পৃথক ভেন্যুতে আয়োজিত এই টুর্নামেন্টে কোতয়ালি মডেল থানা এলাকার ৩৮টি টিম, বন্দর থানা এলাকার ৩৬টি, কাউনিয়া থানা এলাকার ২৪টি এবং বিমানবন্দর থানা এলাকার ৪৫টি সহ মোট ১৪৩টি টিম অংশগ্রহণ করে।

 

ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন পুলিশ কমিশনার জিহাদুল কবির।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানেউপস্থিত ছিলেন বিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা, অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম এবং বরিশাল মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ও বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন প্রমুখ।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal