Advertise top
বরিশাল

ধুমপান না করেও দেশের ৪ কোটি লোক ক্ষতিগ্রস্ত

বরিশাল নিউজ

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৫ পিএম     আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৪ পিএম

ধুমপান না করেও দেশের ৪ কোটি লোক ক্ষতিগ্রস্ত
বরিশালে তামাক বিরোধী সেমিনার। ছবি: বরিশাল নিউজ

বরিশালে তামাকবিরোধী এক সেমিনারে জানানো হয়, দেশে ধুমপান না করেও চার কোটি আট লাখ মানুষ ধূমপায়ীদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

 

 বরিশাল বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আজ  রবিবার, ১১ ফেব্রুয়ারি এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ মোহাম্মদ মাহামুদ হাসান।

 

প্রবন্ধে আরো জানানো হয়, ২০১৮ সালের গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকোর সার্ভে অনুযায়ী বাংলাদেশে তামাকজাত দ্রব্যের গ্রহীতার সংখ্যা তিন কোটি ৭৮ লাখ। এর সাথে চার কোটি আট লাখ মানুষ অধূমপায়ী হয়েও ধূমপায়ীদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে বিভিন্ন রোগে ২০১৮ সালে দেশে এক লাখ ৫১ হাজার মানুষ মারা যায়, যার চিকিৎসা ব্যয় হয়েছিল আট হাজার কোটি টাকা।

 

সেমিনারে আরও জানানো হয়, দেশে প্রতিবছর তামাকজাত দ্রব্য থেকে কর পাওয়া যায় ২২ হাজার কোটি টাকা। আর তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে সৃষ্ট রোগের চিকিৎসায় ব্যয় হয় ৩০ হাজার কোটি টাকার বেশি।

 

তামাকজাত দ্রব্য ব্যবহার নির্মূলের জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ দেন অংশগ্রহনকারীরা। 

 

তামাক নিয়ন্ত্রণ সেলের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। বক্তব্য রাখেন তামাক নিয়ন্ত্রণ সেল-এর সমন্বয়ক মোঃ আখতারউজ-জামান, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মণ্ডল, স্থানীয় সরকার বিভাগের পরিচালক খন্দকার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান শওকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন প্রমুখ।

 

সরকারি-বেসরকারি দপ্তরের ৪০ জন কর্মকর্তা এতে অংশ নেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal