বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৬ পিএম আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩২ পিএম
ভোলার দৌলতখানে খাদ্যগুদাম থেকে চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে।
অভিযোগ তদন্তে ঝালকাঠি জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাজমুল হোসাইনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী। কমিটিকে জরুরী ভিত্তিত্বে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
জানা গেছে, গত ৩০ ডিসেম্বর দৌলতখান উপজেলার পাঁচজন চেয়ারম্যান জেলেদের চাল কম দেওয়ার অভিযোগে বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে শনিবার উপজেলা খাদ্য গুদামে বিষয়টি তদন্ত করতে আসেন ঝালকাটি জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাজমুল হোসাইন।
অভিযোগের বিষয়ে ইকবাল বাহার চৌধুরী জানান, পরিমানে চাল কম দেওয়ার একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট প্রমাণিত হলে দাপ্তরিক যে প্রক্রিয়া আছে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন