Advertise top
বাংলাদেশ

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে আজ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০১:০০ এএম    

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে আজ
বাংলাদেশের জাতীয় সংসদ। ছবি: সংগৃহীত


দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ মঙ্গলবার, ৩০ জানুয়ারি থেকে। এই সংসদের জন্য স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকুকে মনোনীত করেছে আওয়ামী লীগ। সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় এদিন ভোটে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে তাঁরাই নির্বাচিত হচ্ছেন। রাষ্ট্রপতি তাঁদের শপথ পড়াবেন।

 

এরপর ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। প্রথম অধিবেশনের জন্য সব প্রস্তুতি শেষ করেছে সংসদ সচিবালয়। এরইমধ্যে সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর উপনেতা মতিয়া চৌধুরী। বিরোধী দলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টির জি এম কাদের ও উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ।

 

দ্বাদশ সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য ২২৩ জন, স্বতন্ত্র সংসদ সদস্য ৬২ জন, জাতীয় পার্টির ১১ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের একজন, ওয়ার্কার্স পার্টির একজন ও কল্যাণ পার্টির একজন সংসদ সদস্য আছেন।

 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal