বরিশাল নিউজ
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ১০:০৯ পিএম আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৭:২০ পিএম
বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৬০ কেজি জাটকা মাছ জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। রবিবার, ২৮ জানুয়ারি জেলা মৎস্য অধিদপ্তর নগরীর রুপাতলী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে এই পাঁচ মাছ ব্যবসায়ীকে জরিমানা করে। পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বন্টন করা হয়।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, তাদের কাছ থেকে ৬০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। আটককৃতদের ৫ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার মারজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার দ্বীন এ আলম ও ওসি মো. জলিল।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন