Advertise top
বরিশাল

৭ দিন পর মিলল ছেলের মরদেহ, এখনও নিখোঁজ বাবা

বরিশাল নিউজ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৮:২৮ পিএম       

৭ দিন পর মিলল ছেলের মরদেহ, এখনও নিখোঁজ বাবা
নৌ পুলিশের লোগো। ফাইল ছবি

ভোলার মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাতদিন পর পারভেজ (২৮) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। মেঘনার জোরখাল পয়েন্টে থেকে রবিবার,২৮ জানুয়ারি দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার পারভেজ ট্রলার মালিক আ. রাজ্জাকের ছেলে। তবে এখনও নিখোঁজ রয়েছেন আ. রাজ্জাক। বাবা-ছেলের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পূর্বচর সুলতানি গ্রামে।

 

ভোলা নৌপুলিশের পরিদর্শক বিদ্যুৎ কুমার বড়ুয়া জানান, মেঘনা নদীতে পারভেজের মরদেহ ভাসতে দেখে জেলেরা নৌপুলিশকে খবর দেন। পরে নৌপুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। তবে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

গত ২১ জানুয়ারি রাত ১টার দিকে মনপুরা থেকে মেহেন্দীগঞ্জ যাওয়ার পথে প্রবল স্রোতের কবলে পড়ে ডুবে যায় একটি ট্রলার। সে সময় ট্রলারে থাকা পাঁচজন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ ছিলেন বাবা-ছেলে। ঘটনার দুইদিন পর ট্রলারটি উদ্ধার করা গেলেও বাবা-ছেলে নিখোঁজ ছিলেন। রবিবার ছেলের মরদেহ উদ্ধার করা হলে এখনো নিখোঁজ রয়েছেন বাবা।



মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal