বরিশাল নিউজ
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৪:৪০ পিএম
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ, বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও সংসদ বাতিল করাসহ শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিভাগীয় শহর বরিশালে বিএনপি সমাবেশ ও কালো পতাকার মিছিল করেছে।
বরিশাল মহানগর, দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপির যৌথ আয়োজনেএই কর্মসূচিতে অংশ নেন তাদের অঙ্গসংগঠন মহিলাদল, শ্রমিকদল, কৃষকদল, যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ শনিবার, ২৭ জানুয়ারি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে কালো পতাকার নিয়ে তাঁরা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক আবুল হোসেন খান। জেলা বিএনপি সদস্য সচিব আবুল কালাম শাহিনের সঞ্চলনায় সমাবেশে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক,কেন্দ্রীয় বিএনপি সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ,বরিশাল মহানগর বিএনপি ভারপ্রাপ্ত যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহ,কেন্দ্রীয় বিএনপি সদস্য ও সাবেক বরিশাল জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন,কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সহ সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, বরিশাল সদর উপজেলা বিএনপি আহবায়ক এনায়েত হোসেন বাচ্চু, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর সদস্য হুমাউন কবীর মাসুদ,মহানগর বিএনপি সদস্য আফরোজা খানম নাসরিনসহ আরো অনেকে।
সমাবেশ তাঁরা বলেন,“ আজ পর্যন্ত স্বেরাচারি ক্ষমতা ব্যবহার করে ও বিরোধীদলীয় নেতা কর্মীদের জেলে ভরে রেখে কোনদিন আন্দোলন দমিয়ে রাখা যায়নি, তেমনি বিএনপি নেতাকর্মীদের জেলে রেখেও এই সরকার বেশিদিন টিকে থাকতে পারবে না। বিএনপির আন্দোলন চলছে, চলবে।”
বিএনপির কালো পতাকার মিছিল সমাবেশকে ঘিড়ে নগরীতে শান্তি বজায় রাখতে সদর রোডসহ বিভিন্ন এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন