Advertise top
বরিশাল

বরিশালে হয়ে গেল অশ্বিনী মেলা

বরিশাল নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৮:৫৬ পিএম       

বরিশালে হয়ে গেল অশ্বিনী মেলা
বরিশাল সরকারি কলেজ মাঠে অশ্বিনী মেলা। ছবি: বরিশাল নিউজ

মহাত্মা অশ্বিনী কুমার দত্তের ১৬৯ তম জন্মদিন উপলক্ষ এই মেলার আয়োজন করা হয়। বরিশাল সরকারি কলেজ মাঠে এই মেলা চলেছে দুইদিন। 

 

মেলায় ৩০ পি স্টল বসেছিল। বেশ কয়েকটি স্টলে ছিল বোন-ভাবিদের হাতে তৈরী নানান স্বাদের শীতকালীন পিঠা, মিষ্টি পান। এছাড়া ছিল গ্রামীন রাধাচক্কর,শিশুদের বিভিন্ন খেলনাসহ মৃৎশিল্পের বিভিন্ন আইটেমের আসবাবপত্র।

 

মেলা কমিটির আয়োজক সভাপতি স্বেহাংশুকুমার বিশ্বাস বলেন, এই বরিশালে আগের মত তেমন কোন কিছু হয় না।আমরা প্রতিবছর অশ্বিনী কুমার দত্তের জন্মদিন উপক্ষে নগরবাসিদের কিছুটা আনন্দ দেওয়ার চেষ্টা করি।

 

মেলার শেষদিনে অশ্বিনী কুমারদত্তের স্মরণে প্রদ্বীপ প্রজ্বালন, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি,সংগীত ও নৃত্যানুষ্ঠান দর্শকদের আনন্দ দেয়।



মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal