Advertise top
বরিশাল

সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারীদের ৬ দফা দাবি

বরিশাল নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৮:১৪ পিএম    

সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারীদের ৬ দফা দাবি

সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক -কর্মচারী সংগ্রাম পরিষদ সংবাদ সম্মেলন করে তাদের ৬ দফা দাবির কথা বলেছেন। বাসদ বরিশাল জেলা কার্যালয়ে আজ  শুক্রবার, ২৬ জানুয়ারি এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের সভাপতি মাসুম গাজীর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন সোনারগাঁও টেক্সটাইল লি: শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি মাসুম গাজী, সাধারণ সম্পাদক মো: ইমরান, কোষাধ্যক্ষ মোশারেফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খুকুমনি, ইউনিয়নের উপদেষ্টা ও বাসদ বরিশাল জেলা শাখার সদস্য দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার সভাপতি বিজন শিকদার প্রমুখ। 

 

দাবিগুলো হচ্ছে:

১। প্রতিশ্রুতি মোতাবেক মূল বেতনের বৃদ্ধিকৃত ২৫ শতাংশ'র বকেয়া ১৫ শতাংশ বেতন পরিশোধ করতে হবে। 

২। যুগোপযোগী বেতনস্কেল চালু কর, অবিলম্বে বার্ষিক ইনক্রিমেন্ট দাও।

৩। ছুটি দেয়া নিয়ে অনিয়ম দূর কর, অর্জিত ছুটির মজুরির হিসাব বছরান্তে পরিশোধ কর।

৪। কোম্পানির লভ্যাংশে শ্রমিকের অংশ বেতনের সাথে পরিশোধ কর।

৫। প্রতি শিফটে ৮ ঘন্টা ডিউটি, ওভারটাইমে মূল বেতনের দ্বিগুণ মজুরি প্রদান কর। সব শিফটে নাস্তার ব্যবস্থা কর।

৬। অব্যাহতি প্রদান করলে বা স্বেচ্ছায় অবসরে গেলে শ্রম আইন অনুযায়ী শ্রমিক কর্মচারীদের সমুদয় পাওনাদি পরিশোধ করতে হবে।



মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal