বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৯:২১ পিএম আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৯:৪৮ পিএম
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের চারপাশে রঙিন ব্যানার। আকাশে উড়ছে ‘স্কাই বেলুন’,সেই বেলুনে বড় করে লেখা—‘বিপিএল টি-টোয়েন্টি’। বাইরে দর্শকের ভিড়।
মিরপুর স্টেডিয়ামের ভেতরেও রঙিন সাজ। ফ্লাডলাইটের টাওয়ারের গায়ে লাগানো হয়েছে ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ২০২৪’ লেখা বিশাল বিশাল ব্যানার। রিকশাচিত্র, ঢাকঢোল—স্টেডিয়ামের ভিন্ন আমেজ যোগ করেছে।
খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান
বিপিএলের দশম আসরের উদ্বোধনী দিনে মাঠে রাখা হয় লালগালিচা। সেখানে ছিলেন উদ্বোধনী ম্যাচের দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ানস ও দুর্দান্ত ঢাকার ক্রিকেটার ও ম্যাচ অফিশিয়ালরা। তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান। এরপর একবার স্মোক কালার বোম ও বেলুন উড়িয়ে উদ্বোধন হয় বিপিএলের।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন