Advertise top
বরিশাল

কালাপাড়া তাপবিদ্যুৎকেন্দ্রে চীনা শ্রমিকের মৃত্যু

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৭:১৯ পিএম    

কালাপাড়া তাপবিদ্যুৎকেন্দ্রে চীনা শ্রমিকের মৃত্যু
মৃত্যুবরণকারী চীনা শ্রমিক। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কালাপাড়ায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম রেন ঝি (৪০)। সোমবার, ১৫ জানুয়ারি সকাল ১০টায় আরপিসিএল বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে সৌরবিদ্যুৎচালিত ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে ঠাণ্ডাজনিত কারণে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

 

মৃত রেন ঝি ঐ বিদ্যুৎকেন্দ্রের চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান নান থং সিং জিং এর সুপারভাইজার ছিলেন। কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, সকালে ঐ ব্যক্তি নিজেই ইজিবাইক চালাচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঠাণ্ডাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal