প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৪৭ পিএম আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৮:৪৯ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সরকারি মহিলা কলেজে কেন্দ্রে পাঁচটি এলাকার ভোট নেওয়া হবে। এলাকাগুলো হচ্ছে: আগরপুর রোড, সদর রোড, অনামি লেন, রাখাল পাড়া রোড, এবং পূর্ব বগুড়া রোড। ৬টি বুথে ভোটার সংখ্যা ২৭৩৫ জন।
প্রিজাইডিং অফিসার কলেজ শিক্ষক মোঃ নাসির উদ্দিন মিঞা জানালেন, সকাল ১০ টা পর্যন্ত তাঁর কেন্দ্রে ভোট দিয়েছেন ১৬৩ জন। বেলা ১১-১৯ মিনিট পর্যন্ত ভোট দিয়েছেন ৩২৭ জন।
এই কেন্দ্রের বুথগুলোতে সব প্রার্থীর এজেন্ট দেখা যায়নি। কোন কোন বুথে ৩ জন এজেন্টও দেখা যায়। তবে সব বুথেই দেখা গেছে নৌকা ও ট্রাক মার্কার এজেন্ট।
কেন্দ্রের পরিবেশ ছিল খুবই ছিমছাম।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন