Advertise top
রাজনীতি

বাংলাদেশ আর পিছনে ফিরে তাকাবে না: প্রধানমন্ত্রী

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০৫:০৩ পিএম     আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৫:৩১ পিএম

বাংলাদেশ আর পিছনের দিকে ফিরে তাকাবে না: প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠের জনসভায়

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে তার শেষ নির্বাচনী জনসভায় বলেছেন, বাংলাদেশ আর পিছনের দিকে ফিরে তাকাবে না। যত ষড়যন্ত্র হোক আওয়ামী লীগের মূল শক্তি জনগণ। বিএনপি মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চায়।

 

স্বাধীনতা সংগ্রামে নারায়ণগঞ্জের বড় ভূমিকা ছিল উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন, যে কোন আন্দোলনেই নারায়ণগঞ্জ অগ্রণী ভূমিকা পালন করে। নারায়ণগঞ্জের উপর দিয়ে তিনটি মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা কথা বলেন প্রধানমন্ত্রী।

 

নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় বৃহস্পতিবার, ৪ জানুয়ারি বিকাল ৪টার দিকে শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠের জনসভায় এ কথা বলেন তিনি।

 

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসনাতের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে বক্তব্য দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য নজরুল ইসলাম প্রমুখ। 


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal