Advertise top
স্মরণ

টুঙ্গিপাড়া ও বনানীর সমাধিতে প্রধানমন্ত্রী ও দলের শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৫ আগষ্ট ২০২৩, ০৩:০৮ পিএম     আপডেট : ১৫ আগষ্ট ২০২৩, ০৩:৩৫ পিএম

টুঙ্গিপাড়া ও বনানী

 

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার, ১৫ আগস্ট সকাল ১০টা ৫২ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী।

 

এসময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।

 

শ্রদ্ধা নিবদনের সময় প্রধানমন্ত্রী সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন।

 

দলে নেতাদের সঙ্গে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বনানীতে শহিদ মা-ভাই স্বজনদের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

 

রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার, ১৫ আগস্ট সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী তাঁর মা, ভাই ও ভাইদের স্ত্রীসহ ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। তাঁদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন তিনি।

এর পর পবিত্র ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal