বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৭:০৫ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘পাতানো নির্বাচন বাতিল’ করার দাবি জানিয়ে ঢাকায় সমাবেশ করেছে। তারা বলছে, এই নির্বাচন আওয়ামী লীগের কাউন্সিল।
যুগান্তর ২২ ডিসেম্বর ‘দ্বাদশ সংসদ নির্বাচনকে যা বলছে চরমোনাই পিরের দল’ শিরোনামে তাদের রিপোর্টে আরো লিখেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধের দাবিতে শুক্রবার জুমার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন দলটির নেতারা।
ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এ সময় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তামাশার নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। জনগণের টাকায় এই নির্বাচন হতে দেওয়া হবে না।’
তাদের দাবি না মানলে চরমোনাই পির কঠোর আন্দোলনের ঘোষণা দেবেন বলে জানান ইসলামী আন্দোলনের মহাসচিব। সভা শেষে রাস্তায় মিছিল বের করতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। পরে মিছিল না করেই ফেরত যান দলটির নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন