Advertise top
মুক্তিযুদ্ধ

বরিশালে আওয়ামী লীগের বিজয় র‌্যালি

বরিশাল নিউজ

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:১৭ পিএম    

বরিশালে আওয়ামী লীগের বিজয় র‌্যালি
বরিশাল মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিজয় র‌্যালি। ছবি: বরিশাল নিউজ

মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে বিশাল বিজয় র‌্যালি এবং সমাবেশ করেছে আওয়ামী লীগ। বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 


মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রমসহ অন্যান্যরা।

 

সমাবেশ শেষে সদর রোড থেকে একটি বিশাল বিজয়ী র‌্যালি বের হয়। র‌্যালিটি সদর রোড, নাজিরের পোল, বাকলা, বাজার রোড, চক বাজার এবং ফজলুল হক অ্যাভিনিউ হয়ে ফের দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal