Advertise top
রাজনীতি

নয়াপল্টনে ফিরে এল বিএনপি, বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ১১:২৯ পিএম    

নয়াপল্টনে ফিরে এল বিএনপি, বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা
বিএনপি লোগো

মহান বিজয় দিবস উপলক্ষে নয়াপল্টনে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার, ১৬ ডিসেম্বর বেলা ১টার দিকে নয়াপল্টন থেকে বিজয় র‌্যালি শুরু করবে দলটি।

 

গত ২৮ অক্টোবরের সমাবেশের ঘটনার দেড় মাস পর নিজেদের অফিস থেকে এই কর্মসূচি গ্রহন করল দলটি।

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার,১৫ ডিসেম্বর বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন।

 

বিজয় দিবসের কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, বিজয় দিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং ফাতেহা পাঠ করা হবে। এরপর বেলা ১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‍্যালি বের করা হবে। র‍্যালিটি মগবাজার মোড়ে গিয়ে শেষ হবে।

 

র‍্যালির বিষয়ে সার্বিক সহযোগিতা চেয়ে গত বুধবার বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার অফিসে চিঠি দিয়েছিল বিএনপি। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদল এই চিঠিটি দিয়ে আসেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal