বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৬ পিএম
মেঘনার হাইমচর এলাকায় মাঝরাতে দুটি যাত্রীবাহী লঞ্চের মধ্যে সংঘর্ষে মো. সোহেল নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। নিহত মো. সোহেলের শ্বশুরবাড়ি ভোলার ইলিশায়। তিনি ঢাকায় চাকরি করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার মরদেহ ঢাকার সদরঘাটে রয়েছে।
সোমবার,১১ ডিসেম্বর রাত পৌনে ১টার দিকে ঘন কুয়াশায় পড়ে সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের মধ্যে সংঘর্ষ ঘটে।
সুরভী-৮ লঞ্চের পরিচালক মিজানুর রহমান জানান, তারা সোমবার রাত সাড়ে ১০টায় যাত্রী নিয়ে ভোলার ইলিশাঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। রাত পৌনে ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চরফ্যাশনগামী টিপু-১৪ চাঁদপুরের হাইমচর এলাকায় ঘন কুয়াশার মধ্যে পথ হারিয়ে তাদের লঞ্চে আঘাত করে। এতে সুরভী লঞ্চের কেবিন অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। আঘাত পেয়ে মারা গেছেন সোহেল নামে এক যাত্রী।
এ সময় ঘুমন্ত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে ক্ষতিগ্রস্ত লঞ্চ ও সোহেলের মরদেহ সদরঘাটে আছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন