Advertise top
জীবনযাপন

বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

বরিশাল নিউজ

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৬:১৪ পিএম    

বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ। ছবি: বরিশাল নিউজ

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করে বলেছেন, ভিটামিন “এ” প্লাস শিশুদের মেধাবিকাশ সহ শারীরিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

নগরীর  আলেকান্দা কিশোর মজলিস ক্লাবে আজ , মঙ্গলবার, ১২ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন তিনি।

 

 

বরিশাল সিটির ২২০ টি কেন্দ্রে (১২-৫৯ মাস) বয়সী ৬০ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে জানিয়ে তিনি আরো বলেন, আমাদের এই কার্যক্রমে সরকারি ও বেসরকারি ১০ টি প্রতিষ্ঠানের ৫ হাজার ২ জন সেচ্ছাসেবক অংশগ্রহন করছেন।প্রতিটি কেন্দ্রে ২ জন করে কর্মী থাকবেন। ক্যাম্পেইন কার্যক্রম অনলাইনে সুপারভিশন হবে।

 

বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারসহ অন্যরা।  


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal