বরিশাল নিউজ, পিরোজপুর
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:১২ পিএম আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৪২ এএম
পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাসের হয়ে প্রচারে অংশ নেওয়ার অভিযোগে ভান্ডরিয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অহিদুল ফরাজীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন ও বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার রাতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পিরোজপুরের ভান্ডরিয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অহিদুল ফরাজীকে বিএনপির দলীয় পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করা হলো। সেই সঙ্গে দলের প্রাথমিক সদস্য পদ বাতিলের জন্য কেন্দ্রীয় বিএনপির কাছে সুপারিশ করা হয়েছে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা জানান, ভান্ডারিয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অহিদুল ফরাজী পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নিয়েছেন এমন প্রমাণের ভিত্তিতে তাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন