বরিশাল নিউজ
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৯:১১ এএম আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১১:৫৪ এএম
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এর নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন জানিয়েছেন, বুধবার বেলা ১১টায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাকিলা রহমানের কাছ থেকে তিনি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ সময় উপজেলা ওয়ার্কার্স পাটির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, মো. জামাল হোসেন, মো. খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন