বরিশাল নিউজ
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৫:১১ পিএম আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৫:১৬ পিএম
প্রখ্যাত সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস জাতীয় সংসদ নির্বাচনে লড়তে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন। বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে তিনি এই মনোনয়নপত্র কেনেন। তাঁর দলের প্রতীক গামছা। আগামী ৩০ নভেম্বর বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দিবেন বলে জানিয়েছেন নকুল কুমার বিশ্বাস।
নকুল কুমার বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দলীয় নেতা কর্মীরা স্বতন্ত্র প্রার্থী হলে কোন সমস্যা নেই। প্রধানমন্ত্রীর ঘোষনায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী হয়েছেন তিনি।
নকুল কুমার বিশ্বাস জানান, বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ি এলাকায় এক সময় তাদের পূর্ব পুরুষ বাস করতো। সেখানে তিনটি বাড়িও রয়েছে। মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানও করেছেন বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে উজিরপুর উপজেলার বাসিন্দারা জানান, তাদের পূর্ব পুরুষরা যশোরের বাসিন্দা ছিলেন। পরে উজিরপুর উপজেলার পটিবাড়ি এলাকায় এসে বাস করেছেন। বর্তমানে তার বাড়ী মাদারীপুরে। তবে সেখানে তিনি থাকেন না। ঢাকায় বেশিরভাগ সময় থাকেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন