Advertise top
নির্বাচন

স্বতন্ত্র প্রার্থী হতে সংসদ সদস্য পদ ছাড়তে হবে না: ইসি

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৩:১১ পিএম    

স্বতন্ত্র প্রার্থী হতে সংসদ সদস্য পদ ছাড়তে হবে না: ইসি
নির্বাচন কমিশন লোগো

নির্বাচন কমিশন জানিয়েছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে দলীয় সংসদ সদস্যদের পদত্যাগ করতে হবে না। কমিশন বলছে, দলীয় হোক, নির্দলীয় হোক বা সংরক্ষিত নারী আসনের হোক, সংসদ সদস্য পদে থেকেই তিনি স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন।

 

আজ বুধবার,২৯ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা গত মঙ্গলবার রাজশাহীতে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের বলেছিলেন,স্বতন্ত্রপ্রার্থী হতে হলে সংসদ সদস্যদের পদত্যাগ করতে হবে।

 

তবে ইসির সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে এই মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে, কোনো দলীয় সংসদ সদস্য নির্দলীয়ভাবে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে তাঁকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal