Advertise top
বরিশাল

বরিশালে কোষ্টাল ভেট সোসাইটির বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত

বরিশাল নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০৮:১১ পিএম    

বরিশালে কোষ্টাল ভেট সোসাইটির বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত
বরিশালে বিডিএস হলে কোষ্টাল ভেট সোসাইটির বৈজ্ঞানিক সম্মেলন। ছবি: বরিশাল নিউজ

বরিশালে কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশের ৬ষ্ঠ বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নগরীর সদর রোডের বিডিএস হলে শনিবার এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশের সভাপতি ও বরিশাল জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. নুরুল আলম এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড.মোহাম্মদ আলী, প্রানি সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা.মো.এমদাদুল হক তালুকদার, গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এবং রেনেটা লিমিটেড পরিচালক মো. সিরাজুল হক।

 

সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাণি সম্পদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা, বিজ্ঞানী এবং শিক্ষার্থীসহ অন্যান্যরা অংশ নেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal