বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৯:১০ পিএম আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৯:৩৫ পিএম
দেশে ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এই কারনে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রাখা হয়েছে।
রপ্তানিকারক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের চাহিদার বিপরীতে ইলিশ আহরণ কমে যাওয়ায় সরকার দেশের বাইরে রপ্তানি বন্ধ করেছে। তবে দুর্গাপূজা উপলক্ষ্যে সরকার প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ ইলিশ কেবল ভারতে রপ্তানি করে আসছে। এ বছর দেশের ৭৯টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার। গত ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয় ইলিশ রপ্তানি। এ পর্যন্ত ২৯টি প্রতিষ্ঠান ৬০৯ টন ইলিশ রপ্তানি করতে পেরেছে।
বরিশালের রপ্তানিকারক টুটুল জানিয়েছেন, সরকার সময় না বাড়ালে ইলিশ রপ্তানি সম্ভব হবে না। সময় বাড়ানোর জন্য সরকারের কাছে তাদের সংগঠন থেকে আবেদন করা হবে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন