Advertise top
অর্থনীতি

মে মাসে এলপি গ্যাসের দাম কমলো ১৯ টাকা

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৯:৫৮ পিএম    

মে মাসে এলপি গ্যাসের দাম কমলো ১৯ টাকা
এলপি গ্যাস সিলিন্ডার। ফাইল ছবি।

ভোক্তাপর্যায়ে মে মাসের জন্য এলপি গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকা থেকে ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

 

রবিবার, ৪মে নতুন এ মূল্য ঘোষণা করে  সংস্থা।যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

 

এদিকে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪১ পয়সা থেকে কমিয়ে ৬৫ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ৮৪ পয়সা কমানো হয়েছে।

 

এর আগে, গত মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা জারি করেছিল বিইআরসি।

 

তার আগে মার্চ মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা এবং ফেব্রুয়ারিতে ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal