বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৯ পিএম
আইনের শাসন ও রাজনৈতিক হস্তক্ষেপ থেকে নিস্তার পেতে বিভাগীয় কমিশনার ও ডিসিরা সুনির্দিষ্ট কিছু নীতিমালা প্রণয়ন ও সংস্কার চেয়েছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মুক্ত আলোচনায় ডিসিরা এসব বিষয় তুলে ধরেন। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
সম্মেলনের মুক্ত আলোচনায় একাধিক বিভাগীয় কমিশনার ও ডিসি বলেছেন, মাঠ প্রশাসনকে সেবামুখী করতে পেশাগত মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা জরুরি। সংস্কারের আগে সমস্যার মূলে গিয়ে তা সমাধান করতে হবে। অন্তর্বর্তী সরকার গঠনের ৬ মাস পরও মাঠ প্রশাসন কেন আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ঠিক করতে পারছে না, সেই উত্তর খুঁজতে হবে। এ কাজগুলো সঠিকভাবে করতে পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ন্যায্য দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া এবং মানুষের সব ধরনের সেবা নিশ্চত করা যাবে। আট বিভাগীয় কমিশনার ও ১২ ডিসি মুক্ত আলোচনায় অংশ নেন।
প্রায় সব বিভাগীয় কমিশনার বলেন, গত ৫ আগস্টের পর মাঠ প্রশাসন পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। সব জেলার ডিসি, এসপিসহ অন্য কর্মকর্তারা একে অপরের পরামর্শ নিয়ে কাজ করছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোনো সময় মাঠ প্রশাসনে এমন সমন্বয় ছিল না। আওয়ামী লীগ সরকারের আমলে অনেক জেলায় ডিসি-এসপিরা দু’ভাগে বিভক্ত ছিলেন। তবে এখন অনেক ভালো সমন্বয় থাকার পরও রাজনৈতিক শক্তির কারণে মাঠে কাজের গতি কম।
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নৌ পুলিশের সক্ষমতা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি বলেন, নদীপথে মাদক চোরাচালান, ডাকাতিসহ নানা অপরাধ হচ্ছে। এসব অপরাধ মোকাবিলার জন্য নৌ পুলিশের সক্ষমতা বাড়ানো জরুরি।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ তার মন্ত্রণালয় সর্ম্পকিত অধিবেশনে বলেন, ডিসি ও বিভাগীয় কমিশনারদের সব সময় রাজনৈতিক চাপে থাকতে হয়। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে চাপমুক্ত কাজ করার পরামর্শ দেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন