Advertise top
গণমাধ্যম

বরিশাল প্রেসক্লাবে আজ  নির্বাচন, প্রার্থী ২৬

বরিশাল নিউজ

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ পিএম     আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ পিএম

বরিশাল প্রেসক্লাবে  ২ মেয়াদ পর  আজ  নির্বাচন, প্রার্থী ২৬
বরিশাল প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী। ছবি: বরিশাল নিউজ

বরিশাল প্রেসক্লাবে আজ  নির্বাচন। মামলার কারনে দুই মেয়াদে নির্বাচন বন্ধ থাকার পর ভোটের এই আয়োজন ঘিরে প্রেসক্লাব প্রাঙ্গণ মুখর হয়ে উঠেছে। যারা অনেকদিন ধরে প্রেসক্লাবমুখী ছিলেন না, তারাও এখন নিয়মিত আসা যাওয়া করছেন। আর প্রার্থীদের কুশল বিনিময় কৌশলে খুশি হচ্ছেন সদস্যরা।

 

নির্বাচন ঘিরে প্রেসক্লাবে সদস্যদের উপস্থিতি বাড়লেও এবার নির্বাচনে প্রার্থীর সংখ্যা বাড়েনি। প্যানেল হয়েছে শুধু একটি। সভাপতির একটি পদে প্রার্থী হয়েছেন তিনজন। সাধারণ সম্পাদকের একটি পদে প্রার্থী দুইজন। সম্পাদকীয় পাঁচ পদের মধ্যে তিনটিতে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ইতোমধ্যে তিনজন বিজয়ী হয়েছেন। অন্য পদে প্রার্থী দুইজন করে। সদস্যদের সাতটি পদে প্রার্থী নয়জন। এবার মোট ১৭ পদের মধ্যে ভোট দিতে হবে ১৪টি।

 

এ বছরের নির্বাচনে বিশেষত্ব হচ্ছে দুই বছরে মেয়াদের কমিটি গঠন। এরআগে ১৯৯১ সাল থেকে একবছর মেয়াদী কমিটি এবং সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরপর দুইবারের বেশি নির্বাচন না করার নিয়ম ছিল। এবার নির্বাচন দুই বছর মেয়াদের পাাপাশি  সভাপতি ও সাধারণ সম্পাদক পদেও পরপর দুইবারের বেশি নির্বাচন না করার নিয়মটি চালু হয়।

 

ভোটার এবার ৮১ জন। এদের মধ্যে নয়জন এবারই পূর্ণ সদস্যপদ পেয়ে ভোটার হয়েছেন। বেশ কয়েক বছর ধরে সদস্য এবং সহযোগী সদস্য বাড়ানোর চাপ ছিল কমিটির উপর। এছাড়া নতুন সহযোগী সদস্য পদ দেওয়া হয়েছে ৫৫ জনকে। তাদের নিয়ে সহযোগী সদস্য এখন ৮৩ জন। ভোটার না হলেও মূলত তাদের কারনেও কর্মচঞ্চলতায় মুখর প্রেসক্লাব।  সহকর্মী ও পছন্দের প্রার্থীদের জন্য ক্যাম্পেইনেও আছেন তারা।

 

বরিশাল প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে এবার রাজনীতি এবং সিনিয়রিটির বিষয়টি প্রাধান্য পাবে বলে আলোচনা আছে।  

 

প্রার্থীদের মধ্যে সভাপতি প্রার্থী নূরুল আলম ফরিদ এরআগে প্রেসক্লাবে ১৯৭৩-৭৭, ১৯৭৭-৮০ এবং ১৯৮৫-৮৭ মেয়াদে সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া ১৯৯১ সালে ছিলেন সভাপতি। নূরুল আলম ফরিদ মুক্তিযুদ্ধ চলাকালীন রণাঙ্গণের পত্রিকা বিপ্লবী বাংলাদেশ প্রকাশ করেছিলেন। তিনি এখনো বিপ্লবী বাংলাদেশের সম্পাদক। তিনি একজন বীরমুক্তিযোদ্ধা এবং বিএনপি মহানগর কমিটির সদস্য।

 

আরেক প্রার্থী আমিনুল ইসলাম খসরু। তিনি দৈনিক সংগ্রামের বরিশাল ব্যুরো চিফ। এরআগে একবার করে প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও সহ-সভাপতি ছিলেন বলেন জানান খসরু। একটি বেসরকারি কলেজের অধ্যক্ষ খসরু বাংলাদেশ জামায়াত ইসিলামের বরিশাল মহানগর কমিটির নেতা।  

 

অপর প্রার্থী কাজী আল মামুন ২০২২ ও ২০২৩ সালে সহ সভাপতি পদে বিজয়ী হন। বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসিরউদ্দিন বাবুল গত মার্চ মাসে মারা গেলে কাজী মামুন বর্তমানে ভারপ্রাপ্ত সভপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমবয়সী দুই প্রার্থী। এদের মধ্যে বর্তমান সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন তিনবার এই পদে নির্বাচিত হয়েছেন। বরিশাল থেকে প্রকাশিত দৈনিক মতবাদ এর সম্পাদক এসএম জাকির হোসেনের প্রযুক্তিসহ আরও অনেক ব্যবসা রয়েছে। তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য।

 

সাধারণ সম্পাদক পদে অপর প্রতিদ্বন্দ্বি কাজী আবদুল্লাহ আল রাসেল। তার বাবা বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নাসিরিইদ্দিন বাবুল। তাঁর মৃত্যুর পর দৈনিক আজকের বার্তার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী রাসেল। কাজী রাসেল এর আগে সহ সাধারণ সম্পাদক ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বলে জানান।  

 

সহ- সভাপতি প্রার্থী

এছাড়া সহ সভাপতি পদে তিন প্রার্থী হলেন হুমায়ুন কবির, জাকির হোসেন এবং মোঃ জিয়াউদ্দিন বাবু।

 

সহ সাধারণ পদে প্রার্থী এম মোফাজ্জেল ও এম লোকমান হোসেইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আরিফিন তুষার ও সাগর বৈদ্য, ক্রীড়া সম্পাদক পদে মোঃ রুবেল খান ও দেওয়ান মোহন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিনজন

এছাড়া কোষাধ্যক্ষ পদে সুখেন্দু এদবর, পাঠাগার সম্পাদক পদে কে এম নয়ন ও দপ্তর সম্পাদক পদে মোঃ নাসির উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।  

 

সাধারণ সদস্য পদে প্রার্থীরা হলেন পুলক চ্যাটার্জি, গোপাল সরকার, কমল সেনগুপ্ত, রাজ্জাক ভূঁইয়া, এম জহির, মাইনুল ইসলাম সবুজ, শাহিন হাসান, সুমন চৌধুরী ও  গিয়াস উদ্দিন সুমন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal