বরিশাল নিউজ
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০৭:৫৭ পিএম
বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইন থেকে বরিশালের তিন সাংবাদিককে অব্যাহতি প্রদান করেছেন বরিশালের সাইবার নিরাপত্তা ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ গোলাম ফারুক । আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানান বুধবার, ২৩ অক্টোবর মামলার চার্জ গঠনের সময় আসামিরা মামলা থেকে অব্যাহত প্রদানের আবেদন করলে শুনানি শেষে বিচারক আসামিদের অব্যাহিত প্রদান করেন। এরা হলেন, দৈনিক শাহনামা পত্রিকার প্রধান বার্তা সম্পাদক মোঃ মামুনুর রশিদ নোমানী, ব্যবসায়ী কামরুল হাসান ও মোহাম্মদ লাবু গাজী।
মামলার বাদী ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা শেখ সাঈদ আহমেদ মান্না। তার অভিযোগ ২০২০ সালের ১৩ ই সেপ্টেম্বর মধ্য রাত দেড়টার দিকে সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তার পরিবার এবং অন্যান্য নেতাদের নিয়ে ত্রিশ গোডাউন এরাকায় তীর্তনখোলা নদী বসেছিলেন। সে সময় আসামিরা আসৎ উদ্দেশ্যে মোবাইলে তাদের ছবি ধারণ করেন। এ সময় মেয়র বাধা দিলে আসামিদের সাথে ঝগড়া হয়।
এ বিষয়ে শেখ সাঈদ আহমেদ মান্না ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। বরিশাল কোতয়ালী মডেল থানার এস আই মোহাম্মদ আরিফুর রহমান ২০২২ সালের ৩০ শে জুলাই আসামীদের বিরুদ্ধে মামলার চার্জশিট দেন। বুধবার মামলার চার্জ গঠনের সময় আসামিরা মামলা থেকে অব্যাহত প্রদানের আবেদন করলে শুনানি শেষে বিচারক তাদের আবেদন মঞ্জুর করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন