বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪০ পিএম

সার্বিক নিরাপত্তার স্বার্থে বিকাল ৫টার পর সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টার তাদের জন্য খোলা থাকবে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও উপসচিব সহিদ আব্দুস ছালাম এক অফিস আদেশে এ তথ্য জানান।
অফিস আদেশে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের (নির্বাচন ভবন) সার্বিক নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সেবাপ্রত্যাশী, নির্বাচন কমিশন সচিবালয়, আইডিইএ-২ প্রকল্প, ইভিএম প্রকল্প, সিবিটিইপি প্রকল্প, সেবাদানকারী প্রতিষ্ঠান পিডব্লিউডির কর্মকর্তা/কর্মচারীদের ব্যক্তিগত অতিথি এবং সাংবাদিকদের অফিস সময়ের শেষে বিকাল ৫টার পর নির্বাচন ভবনে অবস্থান ও প্রবেশ না করার জন্য নির্দেশনক্রমে অনুরোধ করা হলো। শুধুমাত্র মিডিয়া সেন্টার সাংবাদিকদের জন্য খোলা থাকবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন