Advertise top
অর্থনীতি

এলপিজি গ্যাসের দাম বেড়েছে ৩ টাকা

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০৬:১৭ পিএম    

এলপি গ্যাসের দাম বেড়েছে ৩ টাকা
এলপিজি গ্যাস সিলিন্ডার। ফাইল ফটো।

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম জুলাই মাসে তিন টাকা বেড়েছে। জুন মাসে ১২ কেজি ওজনের এই গ্যাসের দাম ছিল ১,৩৬৩ টাকা। এ মাসে হয়েছে নির্ধারন করা হয়েছে ১,৩৬৬ টাকা।

 

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)জানিয়েছে, আজ  মঙ্গলবার সন্ধ্যা থেকে এই দাম কার্যকর হবে।

 

সরকার মার্চ ২০২৪ থেকে মাসভিত্তিতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে।

 

এরই ধারাবাহিকতায় ১ জুলাই থেকে ডিজেলের মূল্য প্রতি লিটার ১০৭.৭৫ টাকা থেকে ১০৬.৭৫ টাকায় হ্রাস করা হয়।

 

এর আগে টানা ৮ মাস বাড়ার পর গত এপ্রিল মাসে দাম কমেছিল এলপি গ্যাসের। সেই ধারাবাহিকতায় মে ও জুন মাসেও কমেছিল এলপিজির দাম।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal