Advertise top
বরিশাল

বরিশালে বাবা-মেয়ের গলা কাটা লাশ উদ্ধার

বরিশাল নিউজ

প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৫:৫৭ পিএম       

বরিশালে বাবা-মেয়ের গলা কাটা লাশ উদ্ধার
নিজ বাসায় বাবা ও শিশু কন্যার গলাকাটা লাশ উদ্ধার

বরিশাল নগরীর কাউনিয়া এলাকার  একটি  বাসা থেকে বাবা ও শিশু কন্যার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

পুলিশ জানায়, নগরীর কাউনিয়া মেইন রোডে পানির ট্যাংকের কাছে ‘স্বপ্ন বিলাস’ ভবনের চারতলা থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়।  ওই বাসাতেই পরিবার নিয়ে থাকতেন নিহত নাঈম।  পুলিশের ধারনা, পাঁচ বছরের মেয়ে রাবেয়া বশরী রোজাকে হত্যার পর আত্মহত্যা করেছেন বাবা নাঈম। ।

 

নাঈম উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে। নাঈম ওষুধ প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন।

 

নিহত নাঈমের পরিবারের বরাত দিয়ে এস আই  আরাফাত সাংবাদিকদের বলেন, চার মাস আগে স্ত্রীর সঙ্গে নাঈমের বিয়ে বিচ্ছেদ হয়। এরপর তাদের সন্তান রোজা বাবার সঙ্গে থাকত। মঙ্গলবার রাতে স্ত্রী ফোন করে নাঈমকে জানায়, বুধবার সকালে মেয়েকে নিয়ে যাবে সে। এই নিয়ে দুজনের মধ্যে ফোনে তুমুল ঝগড়াও হয়।

 

 

পরে নাঈম বটি দিয়ে মেয়েকে গলা কেটে হত্যা শেষে নিজের গলা কেটে আত্মহত্যা করেন। তিনি আরও বলেন, নাঈমের সামনের ঘরে বোন থাকলেও ঘটনাটি টের পাননি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal