Advertise top
নির্বাচন

বরিশালের ২ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ১২ জন

বরিশাল নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০৭:৪০ পিএম     আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১২:০১ পিএম

বরিশালের ২ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ১২ জন
প্রতীকী ছবি: ফাইল ফটো

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বরিশাল সদর উপজেলা ও বাকেরগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুই উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার,১৫ এপ্রিল চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

এ দিন বিকেল ৪টা পর্যন্ত বরিশাল সদর উপজেলায় চেয়াম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

অপরদিকে জেলার বাকেরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

এর মধ্যে বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা এস এম জাকির হোসেন, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগ নেতা ও সদ্য পদত্যাগপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম (ছবি),বর্তমান ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মো. মাহাবুবুর রহমান মধু ও মো.আব্দুল মালেক।

 

 ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহাম্মদ ফাইজুল ইসলাম (সজিব),বরিশাল মহানগর সাবেক ছাত্রলীগ সভাপতি মো. জসিম উদ্দিন, সাবেক ভাইসচেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগ নেতা শহিদ মোহাম্মদ শাহনেওয়াজ, মো.হাদিস মীর ও মো.মাহিদুর রহমান (মাহাদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন শিক্ষিকা নেহার বেগম, একই পরিবারে (জা) মারিয়া আক্তার ও এ্যাডভোকেট মোসাম্মৎ হালিমা বেগম হ্যাপি।

 

অপরদিকে বাকেরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বিশ্বাস মুতিউর রহমান (বাদশা), নিয়ামত আবদুল্লাহ, রাজিব আহম্মদ তালুকদার, মো.কামরুল ইসলাম খান, মো. ফিরোজ আলম খান, মিজানুর রহমান, মো.শাখাওয়াত হোসেন।

 

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো.সাইফুর রহমান, মো.শাহবাজ মিঞা, কামরুল হোসেন ও আব্দুস সালাম।

 

মহিলা ভাই চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তহমিনা বেগম ও জাহানারা বেগম।

 

এবার প্রথমবারের মতো অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান বাধ্যতামূলক করা হয়েছে। তা ছাড়া মনোনয়নপত্রে লিঙ্গ হিসেবে ‘হিজড়া’ অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ হিজড়ারা চাইলে হিজড়া পরিচয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। অন্য নির্বাচনে এই বিধান আগেই করা হয়েছিল। উপজেলায় তা সংযুক্ত করা হয়েছে।

 

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রধম ধাপে মনোনয়নপত্র দাখিলের পর বাছাই হবে ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল ও ভোট গ্রহণ হবে ৮ মে।

 

প্রথম ধাপের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন নিষ্পত্তি করবেন আপিল কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক।

 

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিলও ইতোমধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপের তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ২১ এপ্রিল শেষ সময়, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল গ্রহণ ২৪-২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ প্রতীক বরাদ্দ ২ মে। আর ১৬১ উপজেলায় ভোটগ্রহণ হবে ২১ মে।

 

এবার দেশের ৪৮১টি উপজেলায় ভোট হবে চারটি ধাপে। বাকি দুই ধাপের তপশিল এখনো ঘোষণা করা হয়নি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal