Advertise top
অর্থনীতি

বরিশালে ১৫ মণ জাটকা জব্দ

বরিশাল নিউজ

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৯ পিএম    

 বরিশালে ১৫ মণ জাটকা জব্দ
মৎস্য বিভাগের অভিযানে আটক দুইজন এবং জব্দ করা জাটকা। ছবি: বরিশাল নিউজ

বরিশাল-ঢাকা মহাসড়ক ও বাবুগঞ্জের মিরগঞ্জ মাছের আড়তে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকা জব্দ ও জাটকা পরিবহনের দায়ে দুইজনকে আটক করা হয়েছে।

 

পুলিশ ও আনসার বাহিনীর সহায়তায় বাবুগঞ্জ মৎস্য বিভাগ শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত এ অভিযান চালায়।

 

বাবুগঞ্জ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জব্দকৃত জাটকা এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। মোবাইল কোর্ট চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন বাবুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস।



মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal