Advertise top
অর্থনীতি

সম্পর্কের খাতিরে ভারত পেঁয়াজ দিচ্ছে ৬ দেশকে

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৫ পিএম    

সম্পর্কের খাতিরে ভারত পেঁয়াজ দিচ্ছে ৬ দেশকে
পেঁয়াজ। ছবি:ফাইল ফটো

ভারত দেশের বাজারে মূল্যবৃদ্ধি ঠেকাতে গত বছর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ না হতে ছয়টি দেশে পেঁয়াজ রফতানির সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

 

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাউ নিউজের এক খবরে বলা হয়েছে, বাংলাদেশ, শ্রীলংকা, মরিশাস, ভুটান, বাইরাইন ও নেপালে সীমিত পরিমাণে পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে মোদি সরকার।

 

খবরে বলা হয়, দ্বিপাক্ষিক সম্পর্কের খাতিরে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

 

প্রসঙ্গত, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ পেঁয়াজ রফতানিকারক। কিন্তু গত বছর পেঁয়াজের উৎপাদন হ্রাস এবং আকাশছোঁয়া দামের কারণে ভারত সরকার ডিসেম্বর পেঁয়াজ রফতানি নিষিদ্ধ ঘোষণা করে। রফতানি বন্ধ করার পর ভারতের অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে আসে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal