Advertise top
ফটো গ্যালারি

সাগর-রুনি হত্যা : বিচারের বাণী নিভৃতে কাঁদে

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০০ পিএম     আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৫ পিএম

সাগর-রুনি হত্যার ১২ বছর
সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ডিআরইউ এর প্রতিবাদ সমাবেশ

সাংবাদিক সাগর ও রুনি দম্পতি হত্যার অবিলম্বে বিচার দাবি করেছেন সাংবাদিকরা। তারা বলছেন, ১২ বছরেও মামলার তদন্ত শেষ না হওয়া অত্যন্ত লজ্জার। তদন্তকারী সংস্থা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। পিবিআই বা অন্য সংস্থাকে তদন্তের দায়িত্ব দিয়ে অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

 

ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে  রবিবার, ১১ ফেব্রুয়ারি সাগর-রুনির হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা এ দাবি জানান।

 

 

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি দম্পতি। এরপর গত ১২ বছর ধরে এই হত্যার বিচারের দাবিতে আন্দোলন করে আসছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ১০৫ বার পিছিয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি আবারও দিন ধার্য করা হয়েছে।

 



মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal