বরিশাল নিউজ
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪১ পিএম আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৯ পিএম
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় রাকুদিয়ায় রবিবার, ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে বিনা সরিষা-১১ চাষ সম্প্রসারণ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সেখানে বরিশালের কৃষকদের উচ্চফলনশীল বিনা সরিষা-১১ আবাদে আগ্রহ বাড়াতে পরামর্শ দেন কৃষিবিদরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিনার মহাপরিচালক বলেন, দেশে ভোজ্যতেলের অভাব থাকায় বিদেশ থেকে তেল আমদানী করতে হয়। এতে প্রচুর বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয়। এজন্য সরিষার আবাদ বাড়িয়ে তেলের চাহিদা পূরণের চেষ্টা করা হচ্ছে জানান তিনি।
এ কারনে তিনি তেলের চাহিদা মিটাতে দক্ষিণাঞ্চলে স্বল্পকালীন আমনের জাত ব্যবহার করার পর অন্যান্য তেল ফসলের পাশাপাশি উচ্চফলনশীল বিনার সরিষা-১১ জাতটি চাষ করার পরামর্শ দেন। এরপর আবার বোরো আবাদের সুযোগ নেয়া যেতে পারে বলেন তিনি।
বিনা সূত্রে জানা গেছে, এই সরিষা অক্টোবরের শেষ সপ্তাহ হতে মধ্য নভেম্বর (কার্তিকের দ্বিতীয় হতে শেষ সপ্তাহ) পর্যন্ত বপন করার উপযুক্ত সময়। জীবনকাল প্রায় ৯০ দিন। প্রতি হেক্টরে ফলন পাওয়া যায় গড়ে ১.৮ টন। সর্বোচ্চ ফলন হেক্টরে ২.১ টন। আর বীজে তেলের পরিমাণ ৪৪% ।
বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সিদ্দিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের পরিচালক ড. মো. রফিকুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. মুরাদুল হাসান।
বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রহমান, কৃষি তথ্য সার্ভিস কর্মকর্তা নাহিদ বিন রফিক ও কৃষক মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন