Advertise top
অর্থনীতি

বরিশালে জেলেরা পেলেন বকনা বাছুর

বরিশাল নিউজ

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৩ পিএম    

বরিশালে জেলেরা পেলেন বকনা বাছুর
বরিশাল সদর উপজেলায় জেলেদের বকনা বাছুর বিতরণ । ছবি: বরিশাল নিউজ

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বরিশাল সদর উপজেলার প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

 

উপজেলা পরিষদ চত্বরেবুধবার,৭ ফেব্রুয়ারি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে প্রথম বারের মতো এই বকনা বাছুর বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুব উল্লাহ মজুমদার। প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু।

 

প্রধান অতিথি সাইদুর রহমান রিন্টু বলেন, প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।

 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.জামাল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম। এ ছাড়া উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal