বরিশাল নিউজ
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৫ পিএম
যতদুর চোখ যায় শুধু হলুদের সমারোহ। হলুদের আভায় যেন দিগন্ত ছুঁয়েছে সরিষার ফুল। এমন অপরূপ দৃশ্য দেখা যাবে বরিশালের বাবুগঞ্জ, মুলাদী, বানারীপাড়া, বরিশাল সদর উপজেলা কর্ণকাঠী ও সায়েস্তাবাদে।
কম সময়ে অধিক ফলন পাওয়ায় সরিষা চাষে আগ্রহী হচ্ছেন বরিশালের কৃষকরা। এছাড়াও ভোজ্য তেলের দাম বাড়ায় বাজারে সরিষা তেলের চাহিদা বেড়েছে।
বরিশালে এবার ৬ হাজার ৯শ’ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। যা গত বছরের চেয়ে প্রায় দেড় হাজার হেক্টর বেশি।
সরকার থেকে কৃষকদের মাঝে বিনা মূল্যে সরিষার বীজ ও সার সরবরাহ করায় লাভবান হচ্ছে কৃষকরা।আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর সরিষার ব্যাপক ফলন হবে বলে আশা করছেন কৃষকরা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন