Advertise top
স্মরণ

আজ প্রফেসর এস. এম. ফজলুল হকের মৃত্যুবার্ষিকী

বরিশাল নিউজ

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম     আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৭ পিএম

আজ প্রফেসর এস. এম. ফজলুল হকের মৃত্যুবার্ষিকী
প্রফেসর এস.এম. ফজলুল হক

বরেণ্য শিক্ষাবিদ, ভাষা সংগ্রামী, ব্রজমোহন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সাবেক বিভাগীয় প্রধান এবং বরিশাল ইসলামিয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর এস.এম. ফজলুল হক’র ২৮ তম মৃত্যু বার্ষিকী আজ শুক্রবার, ১৫ ডিসেম্বর।

 

এই শিক্ষাবিদের স্কুল জীবন কেটেছে গোপালগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বাহান্নোর ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি বাহান্নোর ২১ শে ফেব্র্বয়ারি ১৪৪ ধারা ভঙ্গের সাহসী সংগ্রামে অংশ নেন। ভাষা আন্দোলনের প্রভাবে পেশাগত জীবনে অধ্যাপনার চাকরি বেছে নেন। বি.এম কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন ১৯৫৬ সালে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের প্রেক্ষাপটে একজন সচেতন বাঙালি হিসেবে তিনি তার ছাত্রদের মধ্যে দেশপ্রেমের আদর্শ, বঙ্গবন্ধুর স্বাধীকার সংগ্রামের বীজমন্ত্র ছড়িয়ে দেন।

 

আজীবন অসামপ্রদায়িক, মানবিক গুণাবলী সম্পন্ন একজন আদর্শবান শিক্ষক হিসেবে দক্ষিণ অঞ্চলের শিক্ষা বিস্তারে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। ছাত্র নিবেদিত প্রাণ এই শিক্ষকের মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার পরিববারবর্গ নিজ বাসভবনে ঐ দিন বাদ আসর দোয়া-মোনাজাতের আয়োজন করেছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal