Advertise top
স্মরণ

বরিশালে জাতীয় শোক দিবসের কর্মসূচি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৪ আগষ্ট ২০২৩, ১০:০৮ পিএম     আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫১ পিএম

বরিশালে জাতীয় শোক �

 

জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশালে জেলা প্রশাসন এবং আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

 

জেলা প্রশাসন

সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহ জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন।

বঙ্গবন্ধু উদ্যানে সকাল সাড়ে ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।

বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১১ টায় আলোচনা সভা, যুবঋণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

মসজিদসমূহে বাদ জোহর বিশেষ মোনাজাত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন।

আওয়ামী লীগ

বরিশালে জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ সোহেল চত্ত্বরে ১৫ আগস্ট রাত ১২:০১ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন।

১৫ আগস্ট সূর্যদ্বয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। সকাল ১১ টায় শোক র‍্যালি ও দোয়া মোনাজাত, বিকাল ৪টায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মোনাজাত ।

এছাড়া ১৫ আগস্ট ৩০টি ওয়ার্ডে সুবিধামত সময়ে দোয়া মোনাজাত ও মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট

বরিশালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজন করেছে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

অশ্বিনী কুমার হল চত্বরে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে শ্রদ্ধাঞ্জলি, একই স্থানে সন্ধ্যা ৭টায় হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal