Advertise top
অর্থনীতি

এলপি গ্যাসের দাম বাড়ল

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:১২ পিএম     আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:২৫ পিএম

এলপি গ্যাসের দাম বাড়ল
এলপিজি গ্যাস সিলিন্ডার। ফাইল ফটো

ডিসেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম ঘোষণা করেছে সরকার। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৮১ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রবিবার,৩ ডিসেম্বর বিকেল ৩টায় নতুন দর ঘোষণা করে। যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

 

এর আগে নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

 

বিইআরসির ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৭ টাকা ২ পয়সায় সমন্বয় করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৩ টাকা ২০ পয়সায় সমন্বয় করা হয়েছে।

 

এদিকে মূসকসহ অটোগ্যাসের প্রতি লিটারের মূল্য ৬৪ টাকা ৪৩ পয়সায় সমন্বয় করা হয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal