Advertise top
ফটো গ্যালারি

জাতির পিতার সমাধিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন

বরিশাল নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ১৯:১৫


টুঙ্গিপাড়ায় শনিবার, ২৭ জানুয়ারি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর, অফিসার্স এসোসিয়েশন, ২টি কল্যান পরিষদসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ। 

 

এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ডিন, রেজিস্ট্রার, ৪টি হলের প্রাধ্যক্ষ, প্রক্টরসহ অন্যান্যরা।

 

শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য মহোদয় সকলকে সাথে নিয়ে ১ মিনিট নিরবতা পালন করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের রূহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন। পরে উপাচার্য মহোদয় সমাধি কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে পরিদর্শক বইতে স্বাক্ষর করেন। 



মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal