Advertise top
বাংলাদেশ

‘বাঙ্গালী, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা নিয়ে কোন আপোষ নয়, সংস্কার নয়’

বরিশাল নিউজ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ১১:২৫ পিএম     আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১১:৩৫ পিএম

‘বাঙ্গালী,মুক্তিযুদ্ধ,স্বাধীনতা বিষয়ে কোন আপোষ নয়,সংস্কার নয়’
রাষ্ট্র সংস্কারে নাগরিক ভাবনা নিয়ে বরিশালে সুজনের গোল টেবিল বৈঠক। ছবি: বরিশাল নিউজ

রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐক্যমত্য ও নাগরিক ভাবনা বিষয়ে বরিশালে গোল টেবিল বৈঠকে ‘বাঙ্গালী, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা নিয়ে কোন আপোস নয়, সংস্কার নয়’ বলে জোড়ালো মতামত দিয়েছেন বরিশালের নাগরিক সমাজের প্রতিনিধিরা।

 

সুশাসনের জন্য নাগরিক- সুজন বরিশাল নগরীর সেলিব্রেশন পয়েন্টে শনিবার, ১৯ এপ্রিল এই বৈঠকের আয়োজন করে। গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সুজন বরিশাল জেলা সভাপতি গাজী জাহিদ হোসেন।

 

সুজনের জেলা-উপজেলা ও মহানগরের কমিটির নেতা ও সদস্য, আগস্ট আন্দোলনে অংশগ্রহনকারী শিক্ষার্থী, শিক্ষক, উন্নয়ন কর্মী, সমাজ কর্মী, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

 

আলোচনায় সংবিধান সংস্কার কমিশনের বিশেষ কয়েকটি সুপারিশের  কঠোর প্রতিবাদ জানান আলোচকরা। তারা বলেন, সংবিধান পরিবর্তনের কোন ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারের নেই। যেখানে দ্বৈত নাগরিক হলে সংসদ সদস্য প্রার্থী হতে পারেন না, সেখানে দ্বৈত নাগরিকরা কিভাবে উপদেষ্টা হন,দেশের সংবিধানের সংস্কার করেন প্রশ্ন তোলেন তারা। সুজন বরিশাল মহবনগর সাধারণ সম্পাদক রফিকুল আলম ক্ষোভের সাথে বলেন, “এটা আমেরিকা নয়, বাংলাদেশ। হু ইজ ড. আলী রিয়াজ? দ্বৈত নাগরিকরা সংস্কার করতে পারবেন না। বরিশাল এই খসরা কোনভাবেই গ্রহন করবে না। ”

 

 

রফিকুল আলম সংবিধান সংস্কার কমিশনের বিবিধ বিষয়ে ১৫০ (২)অনুচ্ছেদ বিলুপ্ত করার সুপারিশকে বাতিল করার দাবি জানিয়ে বলেন,‘বাঙ্গালী, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা,  দেশাত্ববোধ বিষয়ে কোন আপোস নয়, সংস্কার নয়। তার সাথে একাত্মতা প্রকাশ করেন বক্তব্য রাখেন অনেকে। সংস্কারের পক্ষে যারা মতামত দিয়েছেন, তারাও একাত্তর, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষণা, মুজিবনগর সরকার কর্তৃক জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র বিলুপ্ত করার সুপারিশকে অগ্রহনযোগ্য দাবি করে বলেন, মনে রাখতে হবে স্বাধীনতা না পেলে বাংলাদেশই হতো না। ৭০ এর নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়েই সেই মুজিব নগর সরকার গঠিত হয়েছিল বলেন তারা।

 

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সংসদের উচ্চ কক্ষের সৃষ্টি, আসন বাড়ানোর সুপারিশকে বিলাসিতা বলেছেন কেউ কেউ। তারা বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় এই ধরণের সুপারিশের এখন কোন প্রয়োজন নেই। প্রার্থীদের যোগ্যতা- অযোগ্যতা বিষয়ের সুপারিশে ‘মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের সংসদ নির্বাচনে অংশগ্রহন থেকে বারিত করার লক্ষ্যে মানবতাবিরোধী   (ট্রাইবুনাল) আইন ও আরপিও সংশোধনেরও বিরোধিতা করা হয়। এই প্রসঙ্গে বলা হয় ‘অভিযুক্ত’ হলেও বিচার ছাড়া কোন অভিযুক্তকে অপরাধী বলা যাবে না।সুতরাং তার সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার কোন বাধা থাকতে পারে না।

 

জুলাই- আগস্ট আন্দোলনে সরাসরি অংশগ্রহনকারী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এই গোল টেবিল বৈঠকে অংশ নেন। তারা বলেন, আমরা আমাদের একটি অধিকার নিয়ে আন্দোলনে নেমেছিলাম। সংস্কার বা রাজনৈতিক দল গঠন বিষয়ে আমাদের কোন ধারণা ছিল না। তাদের কেউ কেউ বলেন, তরুনদের কাছ থেকে আইডিয়া নেওয়া যেতে পারে। কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বয়স ২১ হতে পারে না। এটা তাদের জীবন গড়ার সময়।

 

তিনঘন্টার প্রাণবন্ত আলোচনা হলেও অংশগ্রহনকারীরা বলেন, এত সব সংস্কার নিয়ে এত কম সময়ে মতামত দেওয়া সম্ভব নয়।

 

সুজনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী দিলীপ কুমার সরকার জানান, অন্তবর্তী সরকারের গঠিত ১১ সংস্কার কমিশনর মধ্যে ৬টি সংস্কার কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে। এরমধ্যে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ সমূহের উপর ১৩ মার্চের মধ্যে  মতামত চেয়ে ৩৪টি রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়। দিলীপ কুমার সরকার বলেন,এখন পর্যন্ত রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত নন, এমন নাগরিকদের মতামত চাওয়া হয়নি। এ কারনে নাগরিক ভাবনাকে রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে তুলে ধরার জন্য সুজন সেই সব সুপারিশ নিয়ে গোল টেবিল বৈঠকের আয়োজন করেছে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal